শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইসলামের সঠিক আদর্শের কথা ওয়াজ মাহফিলের মাধ্যমে তুলে ধরতে হবে

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম বলেছেন, আমাদের প্রজন্মের কাছে ইসলামের সঠিক আদর্শের কথা ওয়াজ মাহফিলের মাধ্যমে তুলে ধরতে হবে। আমাদের প্রজন্মকে জানাতে হবে ইসলাম একটি শন্তির ধর্ম। প্রতিটি মুসলমান নর-নারীকে ধর্মীয় অনুশাসনের আমলে আনতে পারলে আমাদের সমাজ থেকে সকল প্রকার অবক্ষয় দূর করা সম্ভব হবে।

শনিবার রেলবাজার জামে মসজিদ সংলগ্ন গরু হাটি প্রাঙ্গনে শবেমে’রাজ ও শবেবরাত উপলক্ষে ওয়াজ মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ ইদ্রিস আলী ইদন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শিল্প ও বনিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, প্যানেল মেয়র মোঃ আহমেদুজ্জান ডাবলু ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শফিউল আহমেদ। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন মুফাসসীরে কোরআন বারিধারা ঢাকার আলহাজ্ব হযরত মাওঃ মুফতি মুহাদ্দিস হাবিবুল¬াহ মাহমুদ কাসেমী। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিপ¬বী কন্ঠস্বর উত্তরবঙ্গের আলোরণ সৃষ্টিকারী তরুন বক্তা খালপাড়া জামে মসজিদ ঠাকুরগাঁও এর আলাহাজ্ব হাফেজ মাওঃ সাঈদ আহ্মদ। তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর নুরজাহান কামিল মাদ্রাসার অধ্যায়নরত ছাত্র মোঃ বখতিয়ার আলী (শিহাব) ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন মাওঃ মতিউর রহমান কাসেমী, মাওঃ শরিফুল ইসলাম, মাওঃ ক্বারী আঃ কাইয়ুম, মাওঃ ক্বারী আব্দুল মান্নান, মাওঃসোহরাব হুমাইন, মাওঃ আবু বক্কর সিদ্দিক। উপস্থাপক হিসেবে উপস্থাপনা করেন আলহাজ্ব মাওঃ রেজাউল করিম ও আলহাজ্ব মাওঃ হাফিজুর রহমান।

Spread the love