মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উইঘুরদের ওপর চীন সরকারের আচরণকে গণহত্যা বলল ব্রিটিশ পার্লামেন্ট

এবার সংখ্যালঘু উইঘুর মুসলিমদের সঙ্গে চীন সরকারের আচরণকে গণহত্যা বলে জানিয়েছে পার্লামেন্ট। প্রথমবারের মতো ব্রিটিশ হাউস অব কমন্সে উত্তর-পশ্বিম চীনের জিনজিয়াং অঞ্চলে প্রদেশের ক্ষুদ্র এই মুসলিম জনগোষ্ঠীর ওপর গণহত্যা চলছে মর্মে বিল পাশ করেছে। এর আগে নেদারল্যান্ডস, কানাডা এবং যুক্তরাষ্ট্র একই রকম বিল পাশ করেছিলো। এটিকে ব্রিটিশ পার্লামেন্টের ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য টরি স্যার আইইন ডানকান স্মিথ। তবে চীন বলেছে, যুক্তরাজ্যের উচিত হবে নিজেদের ভুল সংশোধন করা। ধারণা করা হয়, দশ লাখের অধিক উইঘুর মুসলিমকে চীন সরকার জিনজিয়াং প্রদেশের পুনর্বাসন কেন্দ্র উল্লেখ করে বন্দি রেখেছে, যাদের ওপর নিয়মিত নিপীড়ন চালানো হয় বলে একাধিক অভিযোগ ও প্রমাণ রয়েছে। পশ্চিমা বিশ্ব ও মানবাধিকার কর্মীরা চীনের বিরুদ্ধে বিভিন্ন সময় মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন, বাধ্যতামূলক শ্রম ও জাতিগত নিধনের অভিযোগ করে আসছে। কিন্তু চীন সরকার তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেছে ও পশ্চিমা ষড়যন্ত্র বলে উড়িয়ে দিয়েছে।

Spread the love