শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উপশহর আন্তঃ ব্লক ফুটবল টূর্ণামেন্টে উপশহর ৪ নম্বর কে হারিয়ে কুয়েতিপাড়া বিজয়ী

মো. লিটন হোসেন আকাশ ॥ ১৪ জানুয়ারি ২০২২ শুক্রবার (বৈকালী সংঘ) উপশহর ৮ নং মাঠে বিকেল সাড়ে ৩টায় উপশহর আন্তঃ ব্লক ফুটবল টূর্ণামেন্ট-২০২১-এর ১২তম খেলায় উপশহর ৪ নম্বরকে দ্ইু শুন্য গোলে হারিয়ে উপশহর কুয়েতীপাড়া বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে।
খেলাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বৈকালী সংঘের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিয়ারুল রহমান জিয়া। এসময় উপস্থিত ছিলেন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় আলহাজ মোঃ মাসুদ রানা, জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক আবু তাহের,সাবেক ফুটবলার ইকবাল হোসেন, মুক্তি, নেয়ামত উল্লাহ,গরীব নেওয়াজ দুলাল, সারোয়ার হোসেন,মুন্না, আহসানুজ্জামান চঞ্চল, আনোয়ার হোসেন খোকন প্রমুখ। খেলাটি ধারাভাষ্যবনর্ণা করেন প্রান্ত। খেলা পরিচালনা রেফ্রারী সুজিত রায়, সীমান্ত প্রহরী ফয়জার।
খেলার প্রথম আর্ধে ৭নং জার্সি পরিনত খেলোয়ার কুয়েতীপাড়ার ক্যাপ্টেন হাসিনুর ৩ টা ৫৬ মিনিটে গোলে করে নিজের দলকে এগিয়ে নিয়ে যায়। বিরতীর পরে গোল পরিষদের চেষ্টায় উপশহর ৪ নম্বরের জালে আবারোও কুয়েতীপাড়ার খেলোয়ার ২ নং জার্সি পরিত আশিক ৪ টা ৫৪ মিনিটে গোল দেয়। খেলার শেষ পযর্ন্ত দুই শুন্য গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন কুয়েতীপাড়া। খেলাটি প্রাণবন্ত করার জন্য এবং খেলোয়াড়দের উৎসাহ প্রদান করার লক্ষ্যে খেলার বিরতির পর প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল ও তার পুত্র নাবিল মাঠে উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন।
উল্লেখ্য যে, ১ জানুয়ারি ২০২২ বিকেল ৪টায় দিনাজপুর উপশহর মিতালী সংঘ খেলার মাঠে উপশহর আন্তঃ ব্লক ফুটবল টূর্ণামেন্ট-২০২১-এর উদ্বোধন উদ্বোধন করেন উপশহর আন্তঃ ব্লক ফুটবল টূর্ণামেন্ট কমিটির আহবায়ক ও দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল।

Spread the love