শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

উৎসবমূখর পরিবেশে দিনাজপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যের পাঠ্যপুস্তক বিতরন

HSTU school studentদিনাজপুর প্রতিনিধি :নতুন শিক্ষা বছরের শুরম্নতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে ২০১৪ সালের নতুন বই বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২ জানুয়ারী দিনাজপুর জেলা শহরসহ ১৩ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল ও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে বিনামুল্যের সরকারী পাঠ্যপুসত্মক বিতরণ করা হয়। এ উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনার আয়োজন করা হয়। পাঠ্যপুসত্মক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, দিনাজপুর পৌরসভার মেয়র, সদর উপজেলা চেয়ারম্যান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, স্থানীয় জনপ্রতিনিধিসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

গতকাল বৃহস্পতিবারে সকালে দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামিম আল রাজী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে দু’জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুসত্মক উৎসব কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসব অনুষ্ঠানে বক্তারা আমাদের ভবিষ্যত প্রজন্মকে উন্নত নৈতিক শিক্ষায় শিক্ষাত করে গড়ে তোলার উপর গুরম্নত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত দেশ ও জাতি গঠনের আহবান জানানো হয়।

দিনাজপুর জিলা স্কুল

বৃহস্পতিবার সকালে বিনামুল্যের সরকারী পাঠ্যপুসত্মক বিতরণ উপলক্ষে দিনাজপুর জিলা স্কুলে আলোচনা সভার আয়োজন করা হয়। জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহীন আকতার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামিম আল রাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক অফিসার মোঃ এনায়েত হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তৈয়ব আলী। আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জামাল উদ্দীন আহমেদ অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ২জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০১৪ সালের বিনামুল্যের সরকারী পাঠ্যপুসত্মক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।

দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়

বৃহস্পতিবার সকালে বিনামুল্যের সরকারী পাঠ্যপুসত্মক বিতরণ উপলক্ষে দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আখতারা পারভীন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামিম আল রাজী। আলোচনা শেষে প্রধান অতিথি জেলা জেলা প্রশাসক আহমদ শামিম আল রাজী অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ২জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০১৪ সালের বিনামুল্যের সরকারী পাঠ্যপুসত্মক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।

দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়

বৃহস্পতিবার সকালে বিনামুল্যের সরকারী পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার মোঃ রম্নহুল আমিন। আলোচনা শেষে প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ রুহুল আমিন ২জন শিক্ষর্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০১৪ সালের বিনামুল্যের সরকারী পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।

পৌরসভা উচ্চ বিদ্যালয় (বাংলা স্কুল)

বৃহস্পতিবার সকালে বিনামুল্যের সরকারী পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে দিনাজপুর পৌরসভা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সমসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলস্নামা ইকবাল, অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ২জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০১৪ সালের বিনামুল্যের সরকারী পাঠ্যপুসত্মক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।

চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়

বৃহস্পতিবার সকালে বিনামুল্যের সরকারী পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষে চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. মোঃ মোফাজ্জল হোসেন দুলাল’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আউলিয়াপুর ইউপি চেয়ারম্যানমোঃ অলমগীর হোসেন, স্বাগত বক্তব্য রাখেন চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম’র উপস্থাপনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন আমিন প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ২ জন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০১৪ সালের বিনামুল্যের সরকারী পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন।

হাবিপ্রবি স্কুল

সারা দেশের ন্যয় উৎসবমূখর পরিবেশে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় হাবিপ্রবি স্কুলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর মো. রুহুল আমিন। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের পোষ্ট গ্র্যাজুয়েট অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনিস খান, প্রক্টর প্রফেসর ডা. মো. হারুন-উর-রশীদ ও বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. এ টি এম শফিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাবিপ্রবি স্কুলের প্রধান শিক্ষক মো. আববাসুজ্জামান। এ সময় স্কুলের শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Spread the love