বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

একটা গ্রহণযোগ্য নির্বাচন এখন জনগণের দাবি

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, একরাতের মধ্যেই ঢাকার ভোটার তালিকা এবং সীমানা নির্ধারণ হয়ে গেল। এ সরকার আর আলাদিনের দৈত্যের মধ্যে কোন পার্থক্য নেই। সরকার মূলত এখন ডিসিসি নির্বাচনের আশ্বাস দিয়ে বিএনপি জোটের আন্দোলন দমন করার চেষ্টা করছে।’

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে  নাগরিক ছাত্র ঐক্য আয়াজিত ‘চলমান রাজনৈতিক সংকট : আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, ‘সন্ত্রাসের দোহায় দিয়ে বিএনপির নির্বাচনের দাবিকে পাশ কাটিয়ে যাবেন, কিন্তু একটা গ্রহণযোগ্য নির্বাচনতো এখন জনসাধারণের দাবি।’

তিনি বলেন, ‘আপনারা যদি ভাবেন আবার বিরোধী দল ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করে ফেলবেন, সেটা হবে না। ফাঁকা মাঠে গোল দিতে দেব না। আপনারা যাদের গলা চিপে ধরেছেন আমরা তাদের কাছে যাব। জনগণই মাঠ দখল করে নিবে। গণতন্ত্র ও জনগণের স্বার্থে আমরা আছি। মানুষ আমাদের সঙ্গে থাকবে।’

পেট্রোলবোমা হামলায় মানুষ পুড়িয়ে মারার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘কারা পেট্রোলবোমা নিক্ষেপ করছে তার সুষ্ঠু তদন্ত করে বিচার করুন, একই সঙ্গে বিনা বিচারে মানুষ হত্যার দায়ভারটা আপনাদেরকেই নিতে হবে। কারণ হত্যা তো হত্যাই।’

এই সরকার শুধু বিএনপি আন্দোলনই দমন করছে না, বরং সকল দলের রাজনৈতিক কর্মসূচি পালন করতে না দিয়ে গণতান্ত্রিক পথকেই রুদ্ধ করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে আরও বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সমাপাদক আবদুল মালেক রতন, আয়োজক সংগঠনের আহ্বায়ক নামুল হাসান, আসিফ নজরুল, ছাত্রনেতা আহমেদ রুপু, রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ।

Spread the love