শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

একনেকে আড়াই হাজার কোটি টাকার ৪ প্রকল্প অনুমোদন

Pmজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২ হাজার ৫ ৯০ কোটি টাকার ৪টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রকল্প ৪টি হলো- স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেনট প্রোগ্রাম (এসইএলপি) প্রথম পর্যায়, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (সংশোধিত), সদর দপ্তর ও জেলা কার্যালয় স্থাপনের মাধ্যমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শক্তিশালীকরণ এবং ইনহেন্সমেন্ট অব ক্যাপাসিটি অব গ্রীড সাবস্টেশন্স এন্ড ট্রান্সমিশন লাইন ফর রুরাল ইলেকট্রিফিকেশন। মোট প্রকল্প বরাদ্দের মধ্যে সরকারি অর্থায়ন ৬৩৬ কোটি ৩৮ লক্ষ টাকা, প্রকল্প সাহায্য ১ হাজার ৭৪৬ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল ২০৭ কোটি টাকা। ৪টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ৩টি বাকি ১টি সংশোধিত প্রকল্প। ২টি প্রকল্প সম্পূর্ণ জিওবি অর্থায়নে বাস্তবায়িত হবে।
প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত এ সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ডাক, টেলিযোগাযোগও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। সভাশেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একনেকে পাস হওয়া ৪টি প্রকল্প নিয়ে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং করেন।

Spread the love