শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আটোয়ারীতে স্থানীয় সরকারের নেতৃত্বে ওয়াশ স্থায়ীত্বশীলতা নিশ্চিতকরণ শীর্ষক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত

রীনা চৌধূরী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে স্থানীয় সরকারের নেতৃত্বে স্থায়ীত্বশীলতা নিশ্চিতকরন শীর্ষক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পিওয়াশ ইন এইচটি আর প্রকল্পের আওতায় এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ দিনাজপুর এর সহযোগিতায় সুইচ এজেন্সি ফর ডেভেল পমেন্ট এ্যান্ড কো-অপারেশন- এসডিসি এর অর্থায়নে সেন্টার ফর রাইট্স এন্ড ডেভল পমেন্ট- সিআরডির আয়োজনে দিনব্যাপী উপজেলা কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহমান এর সভাপতিত্বে কর্মশালায প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ। বিশেষ অতিথি হিসেবে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রানী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: নজরুল ইসলাম, আলোয়াখোয়া ইউপি চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম, এনজিও ফোরামের কেন্দ্রীয় অফিসের সিনিয়র ট্রেনিং অফিসার বেনজীর আহম্মেদ, আঞ্চলিক ব্যবস্থাপক মো: রশিদুল ইসলাম, সিআরডির নির্বাহী পরিচালক মো: আবু সাঈদ প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে প্রকল্পের সাফল্য উপস্থাপন, উপজেলার বর্তমান পানি ও স্যানিটেশন পরিস্থিতি এবং পরিচালনা, প্রকল্প বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের ভাল শিখন উপস্থাপনা, অর্জিত সাফল্যের স্থায়ীত্বশীলতা নিশ্চিত করতে সংশি­ষ্ট স্টেকহোল্ডাদের করনীয় সর্ম্পকে আলোচনার মাধ্যেমে কর্মশালায় অংশ গ্রহণকৃতদের মাঝে উপস্থাপন করেন প্রকল্পের প্রকল্প ম্যানেজার মো: মইনুল ইসলাম তুষার। কর্মশালার আলোচনা শেষে প্রকল্পের চার বছরের কার্যক্রমের অগ্রগতির কাগজের ফাইল চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে তুলে দেওয়া হয়।

Spread the love