শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

একুশের চেতনা আমাদেরকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল

Hamidরাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন,একুশের চেতনা আমাদেরকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল। নিজস্ব ভাষা ও সংস্কৃতিতে ঋদ্ধ হয়ে অন্যের ভাষা ও সংস্কৃতিকে শ্রদ্ধা জানানোর মধ্যে নিহিত আছে ভাষা আন্দোলনের মূল চেতনা।

বৃহস্পতিবার ‘মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে গণমাধ্যমে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। বাণীতে ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা’ দিবস উপলক্ষে পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা এবং মহান ভাষা আন্দোলনের শহীদদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

রাষ্ট্রপতি অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন মহান ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী ভাষা শহীদ বরকত, রফিক, সালাম, জব্বার, শফিউরসহ নাম না জানা শহীদদের। সেই সাথে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তৎকালীন গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্তসহ সব ভাষা সৈনিককে। তাঁদের সাহসিকতা, সাংগঠনিক ক্ষমতা ও সক্রিয়তার ফলেই ভাষা আন্দোলন চূড়ান্ত পরিণতি লাভ করে বলে বাণীতে উল্লেখ করেন তিনি।

Spread the love