শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এক পায়ে দড়ি লাফিয়ে বিশ্ব রেকর্ড করলো বাংলাদেশের তরুণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : স্কিপিং রোপ অর্থাৎ এক পায়ে দড়ি লাফিয়ে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখেছে ঠাকুরগাঁও জেলার ছেলে রাসেল। এক পায়ে ৩০ সেকেন্ডে একশ ৪৫ বার ও এক মিনিটে দুইশ ৫৮ বার দড়ি লাফিয়ে গিনেজ বুকে নাম লেখান রাসেল।

প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ১৮ বছরের এ তরুণের এই অর্জনে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ অর্জনে বিভিন্ন মহলের প্রশংসায় ভাসছে রাসেল। জেলার বিভিন্ন উপজেলা থেকে অনেকেই আসছে রাসেলকে দেখতে ও সাধুবাদ জানাতে।

জানা গেছে, রাসেল ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর সিরাজপাড়া গ্রামের কৃষক বজলুর রহমানের ছেলে। সে ঠাকুরগাঁও শিবগঞ্জ ডিগ্রী কলেজের মানবিক বিভাগের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

এর আগে এক পায়ে ৩০ সেকেন্ড স্কিপিং রোপে ১৪৪ বার লাফানোর বিশ্ব রেকর্ড ছিল। রাসেল ১৪৫ বার করে এই রেকর্ড করে। আর এক মিনিটে এক পায়ে ২৫৬ বার লাফানোর বিশ্ব রেকর্ড থাকলেও রাসেল সেই রেকর্ড ভেঙ্গে করেছে ২৫৮ বার।

Spread the love