শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘এটাই জার্মানির সেরা দল’

05 Germaপাঁচবারের চ্যাম্পিয়ন ও স্বাগতিক ব্রাজিলকে বিধ্বস্ত করে ফাইনালে উঠে দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন পের মেরটেজাকার। এই ডিফেন্ডারের মতে, তার ক্যারিয়ারে এটাই জার্মানির সেরা দল। শক্তিশালী এই দলের খেলোয়াড় হয়ে গর্বিত মেরটেজাকার বলেন, ‘‘প্রতিটি পজিশনে আমাদের দুই জন করে অসাধারণ খেলোয়াড় আছে এবং সবাই একে অপরকে বিশ্বাস করে। এই টুর্নামেন্টে আমরা দারুণ টিম স্পিরিট তৈরি করেছি’’। চমৎকার সব খেলোয়াড় একসঙ্গে বেড়ে ওঠার ফলেই শক্তিশালী দল গড়া সম্ভব হয়েছে বলে মনে করেন মেরটেজাকার।  ২০০৯ সালের অনূর্ধ্ব-২১ উয়েফা চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জেতা জার্মান দলটির ছয় সদস্য ব্রাজিলকে উড়িয়ে দেয়ার ম্যাচে ছিল। আগামীকাল রোববার রিও দে জেনেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে জার্মানি। বিশ্বকাপ ইতিহাসে শেষ চারের সবচেয়ে বড় ব্যবধানের জয় নিয়ে ফাইনালে উঠতে পেরে দারুণ খুশি মেরটেজাকার। আত্মবিশ্বাসে ভরপুর জার্মান এই ডিফেন্ডারের এবার লক্ষ্যটা শিরোপা জয়ের।

 

Spread the love