শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার নাকে খত দিয়ে ক্ষমা চান বাংলাদেশের মানুষের কাছে: প্রধানমন্ত্রী

PMশনিবার বিকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট ভবনে আয়োজিত আওয়ামী লীগের আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, এবার নাকে খত দিয়ে বাংলাদেশের মানুষের কাছে তওবা করুন। আওয়ামী লীগের অধীনে নির্বাচনে এলেন এবং অধিক সংখ্যক চেয়ারম্যান পদে জয়লাভও করলেন। এতে আবারো প্রমাণিত হলো এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব।
আওয়ামী লীগের অধীনে নির্বাচন করবেন  না। যে থুথু খাবেন না বলে ফেলে দিলেন তা তিনি আবার চেটে খেলেন। এক কান কাটা গেলে লোকে বাড়ির পাশ দিয়ে হাঁটে। দুই কান কাটা গেলে বাড়ির উঠান দিয়ে হাঁটে। উনার (খালেদা) অবস্থা হয়েছে তেমন।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, উনাদের আন্দোলন মানে হচ্ছে মানুষ হত্যা আর নৈরাজ্য। তাই আমি তাদের উদ্দেশে বলবো, আর আন্দোলনের কথা বলবেন না।  তাদের দলের জন্ম অবৈধ পন্থায় হওয়ায় তারা সবকিছুতেই অবৈধ দেখেন।
প্রধানমন্ত্রী বিগত মহাজোট সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

 

Spread the love