শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এমাসেই সংবাদ প্রচারে যাচ্ছে এশিয়ান টিভি

asian_tv_bd-250x300সাব্বির হোসেন অনিক (স্টাফ রিপোর্টার)ঃ নভেম্বরের যে কোন দিন সংবাদ নিয়ে
আসছে বেসরকারি টেলিভিশন চ্যানেল- এশিয়ান টিভি। এরইমধ্যে সবকিছু গুছিয়ে
এনেছে তারা। জনবল নিয়োগ শেষ পর্যায়ে। স্টুডিও’র কাজও শেষের পথে। চলছে সেট
আর লাইট টিউনিংয়ের কাজ। প্যানেলগুলো প্রস্তুত। ইতিমধ্যে প্রয়োজনীয় সংখ্যক
উপস্থাপক-উপস্থপিকাও নেয়া হয়েছে। চ্যালেঞ্জ নেয়ার অপেক্ষায় প্রযোজনা
বিভাগও।
৭ নভেম্বর থেকেই ড্রাইরান শুরু হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে এশিয়ান টিভির
বার্তা বিভাগ থেকে। আরো জানানো হয়েছে, ৩০ নভেম্বর থেকে সংবাদ সম্প্রচারের
ডেডলাইন ধরে চুড়ান্ত প্রস্তুতি নেয়া হচ্ছিল। দিনরাত কাজ করে বেশ আগেভাগেই
সব প্রস্তুতি শেষ হয়েছে। এখন নভেম্বরের যে কোন দিনই আনুষ্ঠানিকভাবে সংবাদ
সম্প্রচার শুরু হবে। পুরো বার্তা বিভাগ সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়।
জানা গেছে, প্রাইম টাইমসহ আপাতত মোট ৬টি সংবাদ সম্প্রচার করা হবে। এরপর
এই সংখ্যা পর্যায়ক্রমে বাড়ানো হবে।
এশিয়ান টিভির বার্তা বিভাগ সামলাচ্ছেন বার্তা বিভাগের উপদেষ্টা মঞ্জুরুল
ইসলাম মঞ্জু ও বার্তা প্রধান নাদিম কাদির। চ্যানেলটির প্রধান বার্তা
সম্পাদক হিসেবে আছেন কুদরত-ই-মাওলা ও সেলিম খান। জেষ্ঠ্য বার্তা সম্পাদক
জাকির হোসেন। প্রযোজনা বিভাগ দেখভাল করছেন কাজী মাজহারুল ইসলাম।

Spread the love