শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এম আব্দুর রহিমের রোগ মুক্তি কামনায় ইসলামিয়া মহিলা কলেজে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার : গতকাল সোমবার ষষ্ঠিতলাস্থ দিনাজপুর ইসলামিয়া মহিলা কলেজে বিচারপতি এনায়েতুর রহিম ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র পিতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক সাংসদ, প্রবীন জননেতা আলহাজ্ব এ্যাড. এম. আব্দুর রহিমের আশু রোগ মুক্তি কামনায় কলেজের হল রম্নমে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে হাবিপ্রবি’র সাবেক প্রকল্প পরিচালক ও কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ড. মুহাঃ আনিসুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ, বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ ছফর আলী, সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফিরোজ সাহিদী, কলেজের অধ্যক্ষ মিসেস আফরোজা বুলবুলসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সহকারী অধ্যাপক, প্রভাষক, কর্মকর্তা-কর্মচারী ও কলেজের ছাত্রীরা অংশগ্রহণ করে। মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে কলেজের আরবী বিষয়ক সহকারী অধ্যাপক মুহাঃ আব্দুল খালেকসহ উপস্থিত অতিথিবৃন্দ বলেন, প্রবীন জননেতা এম. এ রহিম আমাদের স্বাধীনতা যুদ্ধে একজন অন্যতম মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি সাংসদ থাকাকালিন জেলার উন্নয়ন এবং স্কুল কলেজের উন্নয়নে অগ্রনী ভূমিকা রেখেছিলেন। আমরা তার আশু রোগ মুক্তি কামনা করছি এবং সুস্থ হয়ে তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসুক তার জন্য আমরা আল্লাহপাকের নিকট হাত তুলে দোয়া কামনা করছি।

Spread the love