বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এসএবিডি আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রতন রায়, বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি: স্টুডেন্টস এসোসিয়েশন অব বীরগঞ্জ, দিনাজপুরের ১ যুগ পূর্তি ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় মার্চে। দেশের বিভিন্ন সনামধন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল উক্ত রচনা প্রতিযোগিতায়। 

আজ ২০ মে রোজ বৃহস্পতিবার বীরগঞ্জ সরকারি কলেজেস্টুডেন্টস এসোসিয়েশন অব বীরগঞ্জ, দিনাজপুরের সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মোর্শেদ হাসান আসিফের সঞ্চালনায় উভয় গ্রুপের বিজয়ীদের মধ্যে পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। 
বিজয়ী হয়েছেনক গ্রুপ
প্রথম স্থানআবু সায়েম নাহিদশিক্ষার্থীঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ

দ্বিতীয় স্থানমোছাঃ অন্বেষা আফরোজ মিমিশিক্ষার্থীবীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
তৃতীয় স্থানস্বপন বর্মনশিক্ষার্থীবীরগঞ্জ সরকারি কলেজ
খ গ্রুপ
প্রথম স্থানমোঃ মুন্না আরিফশিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়

দ্বিতীয় স্থানএস এম নাহিদ সারোয়ার সুমনশিক্ষার্থীবাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্  
তৃতীয় স্থানউম্মে শারমিন আক্তার শম্পাশিক্ষার্থীহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেনবীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারঃ) মোঃ তাইজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা, মধু মিলন প্রোপার্টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজওয়ানুল ইসলাম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারেস, বীরমুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কালীপদ রায়, বীরগঞ্জ এলজি সৌরূমের পরিচালক সুভাষ দাস, সমাজ সেবক সোহেল আহমেদ, বীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষক আল মামুন, সাংবাদিক আব্দুর রাজ্জাক, ঢাকা আহসানিয়া মিশনের প্রশিক্ষক রেহনুমা তারান্নুম তাসমি, এসএবিডি সভাপতি গোপেশ শর্মা সহ সংগঠনের অনান্য নেতৃবৃন্দ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীবৃন্দ। রচনা প্রতিযোগিতা মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ে ক ও খ দুটি বিভাগে রচনা জমা দিয়েছিল, রচনার বিষয় নির্ধারিত ছিল আধুনিক বীরগঞ্জ বিনির্মাণে অন্তরায় ও করণীয় এবং মহান মুক্তিযুদ্ধে বীরগঞ্জ। 
সম্মানিত অতিথি ও আলোচকবৃন শিক্ষার্থীদের বিভিন্ন অনুপ্রেরণা ও দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেছেন।

Spread the love