বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সহায়তায় বীরগঞ্জে ৩৫টি অতি-দরিদ্র পরিবার খুজে পেল আয়ের পথ

হাসান জুয়েল, ষ্টাফ রিপোর্টার ॥  ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এডিপি পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ঘোড়াবন্দ গ্রামের ৩৫ জন সদস্যকে হাঁস-মুরগী প্রালনের উপর প্রশিক্ষণ প্রদান করে। প্রশিক্ষণের পর অতি-দরিদ্র পরিবারের মাঝে ২৮০ টি উন্নত জাতের হাঁস (খাকিক্যাম্বেল/জিনডিং) বিতরণ করেছে। প্রতিটি পরিবার মোট ০৮ টি করে হাঁস পেয়ে খুজে পেল আয়ের পথ। উক্ত বিতরণ অনূষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা জনাব ফজলুল করিম, আইভিডিস্’ির সভাপতি জনাব মিজানুর রহমান এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এডিপি-এর পক্ষে উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ কবির, প্রকল্প কর্মকর্তা-কৃষি। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এডিপি আশা করে, হাঁস থেকে বাড়তি আয়ের দ্বারা শিশুর পুষ্টি, শিক্ষা ও চিকিৎসা সুষ্ঠু ভাবে হবে যা শিশুকে উজ্জল ভবিষ্যৎ নিয়ে বেড়ে উঠতে সহায়ক হবে।

Spread the love