শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কনডম থেকে কনডম!

06_Condomডেস্ক নিউজ: না, শিরোনামদেখে বিচলিত হবেন না। এখানে দু’বার কনডম লেখা হলেও দু‘টো কিন্তু দুই জিনিস। এর মধ্যে একটা অবশ্যই কনডম মানে যা বোঝায় সেটা। আর অন্যটি হলো একটি শহরের নাম৷ যেটা ফ্রান্সে অবস্থিত। এই নামের কারণেই তৈরি হয়েছে একটি খবর সেটা হলো- একটি কোম্পানি বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে কনডম বিক্রি করে আসছিল। যেটার গায়ে লেখা ছিল ‘দ্য অরিজিনাল কনডম ফ্রম কনডম’। অর্থাৎ কনডম থেকে আসল কনডম!  কিন্তু মজার ব্যাপার হলো খোদ কনডম শহর বা ফ্রান্সের কোথাও এই কনডম পাওয়া যায় না। তবে কোম্পানিটির সদর দপ্তর ঐ শহরে অবস্থিত৷ আর কনডম তৈরি হয় মালয়েশিয়ায়। সম্প্রতি ফ্রান্সের একটি আদালত এই কনডম তৈরির প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। রায়ে বলা হয়েছে, শুধুমাত্র বাণিজ্যিক কারণেই অসৎ উপায়ে শহরের নাম ব্যবহার করেছে কোম্পানিটি।পত্রিকায় প্রকাশিত খবর থেকে এই কনডমের খবর পাওয়ার পর শহরের মেয়র এই মামলা করার উদ্যোগ নিয়েছিলেন। কোম্পানির ওয়েবসাইট থেকে জানা গেছে, একেকটি কনডমের দাম ছিল দেড়  ইউরো, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ১৪৫ টাকা।

Spread the love