মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কবিতার ছোট কাগজ কাব্য কথার প্রথম প্রকাশনা উৎসব

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ “কবিতা মানবতার শক্তি” এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর প্রেসক্লাব হলরুমে কাব্য কথা পরিবারের আয়োজনে দিনাজপুর প্রেসক্লাব সাহিত্য ও পাঠাগার বিভাগের সহযোগিতায় প্রকাশনা উৎসব, কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ লাল মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক জলিল আহম্মেদ কাব্য কথার মোড়ক উন্মোচন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, বিশিষ্ট কবি সাহিত্যিক মকবুল হোসেন, কাব্য কথা পরিষদের উপদেষ্টা কাশী কুমার দাস, ইয়াসমিন আরা রানু, সুলতান কামাল উদ্দিন বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন কাব্য কথা পত্রিকার সম্পাদক নিরঞ্জন হীরা। কবিতা পাঠ করেন কাব্য কথার কবি মোঃ তরিকুল আলম, কমল কুজুর, তুষার শুভ বসাক, মোমিনুল ইসলাম, ওয়াসিম আহমেদ শান্ত, প্রফুল্ল রায় সদাশীত, অজয় কুমার রায়। অনুভূতি ব্যক্ত করেন অদিতী রায়, রিঙ্কু সেন, ইসরাত জাহান জুই। বক্তারা বলেন, বৈশ্বিক মহামারী করোনার মধ্যেও একটি কবিতার ছোট কাগজ হিসেবে কাব্য কথা আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। এই পরিস্কার-পরিচ্ছন্ন কবিতার বই হতে পারে তার জ্বলন্ত প্রমাণ। মোল্লা শরিফের প্রচ্ছদ ও গ্রাফিক্স আর্ট প্রশংসার দাবীদার। এছাড়া সম্পাদক নিরঞ্জন হীরা ও প্রকাশনা পরিষদের অন্যতম সদস্য কবি কমল কুজুর অক্লান্ত পরিশ্রম করে সাহিত্য পিপাসুদের তৃষ্ণা মিটিয়েছে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিফাত-ই-জাহান শিউ।

Spread the love