শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কমিউনিটি গ্রুপকে শক্তিশালী করতে পারলে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত হবে-ডাঃ মোঃ ইমদাদুল হক

দিনাজপুর প্রতিনিধি : উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ ইমদাদুল হক বলেছেন কমিউনিটি গ্রুপকে শক্তিশালী করতে পারলে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত হবে। তৃর্ণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে এই কার্যক্রম দিনাজপুর জেলার ১১টি উপজেলায় কমিউনিটি গ্রুপের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্প বন্ধ হয়ে গেলেও কমিউনিটি গ্রুপ তার অভিজ্ঞতার আলোকে কাজ চালিয়ে যেতে পারবে।

গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপে­ক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং ল্যাম্ব-ডাবি­উ এইচসিএম প্রজেক্ট এর আয়োজনে প্ল্যান ইন্টান্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেল্থ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ (আরসিএইচসিআইবি) প্রকল্পের আওতায় কারিগরি সহায়তা প্রদান সহ কমিউনিটি গ্রুপকে শক্তিশালী করণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার পঃপঃ কর্মকর্তা ডাঃ লায়লা আঞ্জুমান আরা। স্বাগত বক্তব্য ও প্রকল্পের অগ্রগতি নিয়ে চলমান কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন ল্যাম্ব এর ট্রেনিং অফিসার কানিজ কামরুন নাহার। উলে­খ্য কমিউনিটি গ্রুপকে শক্তিশালী করার লক্ষ্যে ল্যাম্ব দিনাজপুর সদর উপজেলার ৩৫টি কমিউনিটি ক্লিনিকে কাজ করে যাচ্ছে। মুক্তি আলোচনা করেন সিসি সামিয়া আকতারী, মোঃ আহসান, মোঃ হাফিজুর রহমান, মোঃ আব্দুর রশিদ, মোঃ সিরাজুল ইসলমা প্রমুখ।

Spread the love