শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কর্ণাই গ্রামে ক্ষতিগ্রস্থ সংখ্যালঘু পরিবারদের মাঝে দিনাজপুর রেডক্রিসেন্ট সোসাইটি’র ত্রাণ বিতরণ

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নের কর্ণাই গ্রামে ক্ষতিগ্রস্থ সংখ্যালঘু পরিবারদের মাঝে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিট’র উদ্যোগে ত্রাণ বিতরণ করে।

গতকাল ১৬ জানুয়ারী বৃহস্পতিবার সকালে রেডক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিট ১৬২ ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে এই ত্রাণ বিতরণ করে। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউনিট’র ভাইস চেয়ারম্যান মো. বজলুল হক, সেক্রেটারী মো. আলাউদ্দিন, নির্বাহী সদস্য মো. আতাউর রহমান আজাদ বাবলু, ঢাকা থেকে আগত বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জুনিয়র সহকারী পরিচালক আ. সবুর মোল্লা, আইএফআরসি’র সাখাওয়াত হোসেন, আইসিআরসি’র মাহমুদা আলীম, সদর উপজেলা ত্রাণ কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম, সমাজসেবা অফিসার মো. মাঈনুল ইসলাম, ইউনিটের আজীবন সদস্য মানিক বসাক, মো. ইউসুফ আলী, সমাজসেবক রায়হান শরীফ, ইউনিটের সহকারী পরিচালক আকরাম আলী খান রানা, যুব রেডক্রিসেন্ট ইউনিট প্রধান মো. রানা প্রমুখ। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, চিনি, সুজি, সাবান, লবণ, শাড়ী, লুঙ্গী, দিয়াশলাই, মোমবাতিসহ মোট ১২টি আইটেম।

Spread the love