শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কলেজে যেতে পারছেনা নিপা সংবাদ সম্মেলনে অভিযোগ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ জাহাঙ্গীর আলম রেজা

নীলফামারীর ডিমলায় ডিগ্রী পড়ুয়া কলেজ ছাত্রী নিপা বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে আপন চাচার লালসার সায় না দিয়ে কলেজে যেতে না পারার অভিযোগ করেছেন ।

উপজেলার খালিশা চাপানী ইউনিনের ডালিয়া গ্রামের নুরুজ্জামান শাহ ডালিয়া পাউবো বিভাগে এমএলএসএস পদে চাকুরিরত অবস্থায়। হটাৎ মানসিক রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত অসুস্থ্য অবস্থায় বিছানায় পড়ে থাকায়। তাহার মাসিক বেতনের টাকা (২য় স্ত্রী) রোজিফা উত্তোলন করে স্বামীর চিকিৎসা করছিলেন। কিন্তু অর্থলোভী নিজ বড়ভাই নূর আলম শাহ গত ৩০শে জুন বেতন উঠানোর খবর পেয়ে নুল আলম সহ তার লোকজন নুরুজ্জামানের বাড়ীতে গভীর রাতে এসে উত্তোলন করা টাকার জন্য চাপ সৃষ্টি করে। এবং এক পর্যায়ে টাকা দিতে অস্বীকৃতি জানালে, নুর আলম শাহ সহ তার লোকজন পূর্ব করিকল্পিতভাবে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে এলোপাতারী মারধর ও বাড়ীঘর ভেঙ্গে দেয়। উক্ত ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে বিষয়টি আপোষ মিমাংসা করে দিলে। নুর আলম ক্ষিপ্ত হয়ে সুযোগের সন্ধানে থাকেন। এবং গত ৮ অক্টোবর নুরুজ্জামানকে রংপুরে উন্নত চিৎৎসার কথা বলে নিজ বাড়ীতে নিয়ে যান। খবর পেয়ে নুরুজ্জানের স্ত্রী ও একমাত্র কলেজ পড়ুয়া ডিগ্রী ২য় বর্ষের ছাত্রী নূরবানু আক্তার নিপাকে সাথে নিয়ে নুরুজ্জামানকে আনতে গেলে। নুর আলমের বাড়ীতে ঢোকামাত্রই কুড়াল দিয়ে রোজিফাকে এলোপাতারী চোট মারিয়া জখম করে। বর্তমানে রোজিফা ডিমলা হাসপাতালে জীবন- মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর একমাত্র কন্যা উপজেলার তিস্তা কলেজের গরীব মেধাবী ছাত্রী নূরবানু নিপা। চাচা নূর আলম,বিমাতা ভাই রাসেলের অত্যাচার ও বিভিন্ন হুমকীর কারনে পড়পশুনা বন্ধ হয়ে গেছে। বর্তমানে নুর আলমসহ তার লোকজনের নিপাসহ তার পরিবারের লোকজনকে মধ্যযুগীয় কায়দায় জিম্মি করে রেখেছে। আর অসহায় পরিবারটি জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচারের আশায় মাতববরদের দ্বারেদ্বারে ঘুড়ছে। বৃহঃবার সকালে ডিমলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে রোজিফার কন্যা নূরবানু নিপা লিখিত অভিযোগ পাঠ করে শোনান। এ ব্যাপারে নিপার মা রোজিফা বাদী ডিমলা থানায় একটি অভিযোগ দাখিল করেন। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন খান বলেন,রোজিফার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Spread the love