বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাবুলে নির্বাচন কমিশনের দপ্তরে হামলা

Kabul BNইন্টারন্যাশনাল ডেস্ক: আফগানিসত্মানের রাজধানী কাবুলে দেশটির স্বাধীন নির্বাচন কমিশন লক্ষ করে গুলিবর্ষণ করেছে বিদ্রোহীরা। দপ্তরটির পাশের একটি ভবন থেকে কমিশন লক্ষ করে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলিবর্ষণ করা হয় বলে জানা গেছে। এর আগে বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে ওই ভবনটিতে প্রবেশ করে তারা। শনিবার কাবুল পুলিশের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। ৫ এপ্রিল আফগানিসত্মানে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচন বানচাল করার হুমকি দিয়েছে তালেবান বিদ্রোহীরা। শুক্রবারও তারা কাবুলের একটি অতিথিশালায় হামলা চালিয়ে চার বিদেশিকে জিম্মি করেছিল। ওই ঘটনার সময় বিস্ফোরণে এক আফগান শিশুসহ হামলাকারী পাঁচ জঙ্গি নিহত হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীরা নির্বাচন কমিশনের সুরক্ষিত দপ্তরটিতে প্রবেশ করেনি, তারা দপ্তর থেকে ৫শ’ মিটার দূরে একটি তিনতলা ভবনে অবস্থান নিয়ে সেখান থেকে গুলিবর্ষণ করছে। বিবিসি’র কাবুল সংবাদদাতা ডেভিড লিয়ন জানিয়েছেন, বিদ্রোহীরা স্বয়ংক্রিয় রাইফেলের পাশাপাশি আরো ভারী অস্ত্রও ব্যবহার করেছে।

 

কাবুলের কেন্দ্রস্থল থেকে বাইরে পূর্ব দিকে একটি প্রধান সড়কের পাশে কমিশন দপ্তরটি বিশেষভাবে তৈরি করা একটি স্থানে স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন লিয়ন। তবে হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা তা শেষ খবর পাওয়া পর্যমত্ম জানা যায়নি।

Spread the love