শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাহারোলের বেইলী ব্রীজটি বর্তমানে মৃত্যুর ফাঁদ

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥ কত সরকার এলো গেলো, কত এম.পি প্রতিশ্রুতি দিল তারপর আজও কাহারোলের পূর্নভবা বেইলী সেতুটি সংস্কার হল না এবং কী নতুন ব্রীজও নির্মাণ করা হলো না এখন পর্যন্ত। জানা যায়, ১৯৮৮ সালে তৎকালীন এরশাদ সরকার আমলে নির্মিত দিনাজপুরের কাহারোল উপজেলার বাজার সংলগ্ন বীরগঞ্জ উপজেলা যাওয়ার এবং ঐতিহাসিক কান্তজীউর মন্দিরে যাওয়ার একমাত্র সড়ক পূর্ণভবা নদরি উপরে বেইলী সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় অত্র একাকার হাজার হাজার মানুষকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। কাহারোল উপজেলা সদরের নিকটে অবস্থিত পূর্ণভবা নদীর উপর বেইলী ব্রীজটি। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও সেতুটি মেরামত ও সংস্কারে অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্তমানে এই বেইলী সেতুটির মেঝের পাটগুলো অতিরিক্ত যানজটের কারণে ভেঙ্গে গেছে এবং ব্রীজটিতে কোন বিদ্যুতের আলোর ব্যবস্থা না থাকায় রাতে অন্ধকারেও এক যেন মৃত্যু পুরিতে পরিণত হয়ে থাকে ব্রীজটি। এর ফলে যে কোন সময ঘটতে পারে দূর্ঘটনা। এই সেতু দিয়ে বর্তমানে হাজার হাজার জনসাধারণ জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রীজের উপর দিয়ে পারাপার হচ্ছে। দেখা গেছে, দিনাজপুর সহ বিভিন্ন জেলা-উপজেলার জনসাধারণ প্রতিনিয়ত আসা যাওয়া করে থাকে। যে কোন মহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং সহায় সম্পদ ও জীবন নাশের আশংকা করা হচ্ছে। এই বেইলী সেতুটির মেরামতের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ উদসীনতার কারণে সেতুটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। জনগণের যান মালের স্বাথের্ক অনতিবিলম্বে সেতুটির মেরামত করার জন্য সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় কাহারোল বাসী।

Spread the love