মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাহারোলে কৃষকেরা আমন চারা রোপনে ব্যস্ত । লক্ষ্যমাত্রা নির্ধারন ১২ হাজার ৯১০ হেঃ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলায় চলতি আমন মৌসুমে ১২ হাজার ৯১০ হেঃ জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

কাহারোল কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৬ টি ইউনিয়নে চলতি মৌসুমে ১২ হাজার ৯১০ হেঃ জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারনের জন্য কৃষকেরা ইতিমধ্যে জমিতে চারা রোপনের কাজ শুরু করেছে। দীর্ঘদিন থেকে বৃষ্টি না হওয়ায় গভীর ও অ-গভীর নলকুপ থেকে জমিতে সেচ দিয়ে ধান রোপন কাজ চলছে। এবার উপজেলায় হাইব্রীড ১৩০ হেঃ উফসি ১২ হাজার ২৫০ হেঃ, স্থানীয় ৫৩০ হেঃ। এতে চাল উৎপাদন হবে ৩৪ হাজার ৬২৪ মেঃ টন। কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রহমান জানান, ইতিমধ্যে রোপা আমন ধানের চারা রোপন শুরম্ন হয়েছে, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Spread the love