মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাহারোলে খাচায় মাছ চাষ করে ১০ টি পরিবার স্বাবলম্বী

সুকুমার রায়, কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা ॥ দিনাজপুরের কাহারোলে নদীতে খাচায় মাছ করে ১০ টি পরিবার স্বাবলম্বী। কাহারোল উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নের রামপুর দাস পাড়া গ্রামের ১০ টি পরিবার উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় ঢেপা নদীতে খাচায় তেলাপিয়া মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মোঃ সায়েম এর সাথে কথা বললে তিনি জানান, ঢেপা নদীতে ১০ টি খাচায় মাছ করা হচ্ছে। আমাদের অফিস থেকে খাচায় মাছ চাষ করার জন্য তাদেরকে সার্বিক সহযোগিতা করা হয়। ২২ অক্টোবর’১৯ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ ঢেপা নদীতে খাচায় মাছ চাষ প্রকল্প পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচী ও মাছ চাষীরা। উপজেলা নির্বাহী অফিসার আশা করেন খাচায় মাছ চাষ প্রকল্প আরও বৃদ্ধি করা প্রয়োজন।

Spread the love