শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাহারোলে জাতীয় মৎস্য সপ্তাহ/২০১৬ উপলক্ষে সাংবাদিক সম্মেলন।

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ জল আছে যেখানে, মাছ চাষ সেখানে। এই প্রতিপাদ্যটিকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ/২০১৬ উপলক্ষে ১৯ জুলাই/১৬ রোজ মঙ্গলবার দুপুর ১২টায় কাহারোল উপজেলা মৎস্য দপ্তরে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ/২০১৬ উপলক্ষে কাহারোল উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল হান্নান ১৯ জুলাই দুপুর ১২ টার সময় তার অফিস কক্ষে কাহারোল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলন করেন, তিনি সম্মেলনে সাংবাদিকদের বলেন কাহারোল উপজেলায় বর্তমান মাছের উৎপাদন বছরে ৩৪৩৮.৪২ মেঃ টন। তা অত্র উপজেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ৫৬ মেঃটন মাছ বিভিন্ন উপজেলায় বিক্রয় করা হয়। কাহারোল উপজেলায় মাছ চাষে নতুন প্রযুক্তি সম্প্রসারিত হয়েছে। ইহাছাড়া মাছের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় মাছের খাদ্য ও ঔষধ বিক্রেতার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। মৎসচাষীদের প্রশিক্ষণ প্রদানের ফলে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের সংখ্যা বেড়েছে, তাই কাহারোল উপজেলা মাছ চাষে এখন স্বয়ংসম্পূর্ণ। উক্ত সম্মেলনে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কাহারোল প্রেস ক্লাবের সভাপতি এ.কে.এম ইব্রাহিম খলিল, সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সাংবাদিক ইব্রাহীম খলিল (সোহাগ), আব্দুল জলিল শাহ, মোঃ সাইফুল ইসলাম, সুকুমার রায় ও মোঃ আশরাফুল হক।

Spread the love