শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোলে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

Kaha-Fishকাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ ‘‘অন্ন বস্ত্র বাসস্থান-মাছ চাষে সমাধান’’ এই প্রতিপাদ্যটিকে সামনে রেখে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৪ (০২-০৮ জুলাই) উদযাপন উপলক্ষে কাহারোল উপজেলা মৎস্য দপ্তর বিভিন্ন কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল দুপুর ১২ টায় ব্যানার ফেষ্টুন সহযোগে এক বর্ণাঢ্য কাহারোল উপজেলা চত্ত্বর হয়ে বের হয়ে কাহারোল বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। মাছের পোনা অবমুক্ত করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল। পোনা অবমুক্তকরণের পর উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদঃ)মোঃ আখতারুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা এম,এ শহিদুল, মৎস্য খামার ব্যবস্থাপক মোঃ রেজাউল ইসলাম, ফিল্ড এ্যাসিসটেন্ট মোঃ কামাল, মৎস্য চাষী মোঃ ওহাব আলী প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ৩ জন শ্রেষ্ঠ মৎস্য চাষীর মাঝে পুরস্কার হিসেবে পোনা রাখার পাতিল প্রদান করেন।

Spread the love