শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোলে দর্জিরা ঈদের কাপড় সেলাইয়ে ব্যস্ত

Khaকাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোল উপজেলার হাট-বাজার, গ্রাম-গঞ্জে সিট, থান, থ্রী পিচ, কাপড়ের দোকানের ঈদ উপলক্ষ্যে জামা সেলাইয়ে দর্জিদের ব্যসত্ম সময় কাটছে। ঈদ উপলক্ষ্যে প্রতিটি জামার মুজুরি বেড়ে গেছে। দিন রাত কাজ করে ৫০০ হতে ৭০০ টাকা রোজগার করেছে প্রতি কারিগর। শিশু থেকে আবাল বৃদ্ধের ঈদে নতুন জামা চাই, সেই ঐতিহ্যকে বাঙ্গালিরা আজও ধরে রেখেছে। তাই কারিগররা সেলাই কাজে ব্যসত্ম। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজার ও গ্রাম-গঞ্জের সিট কাপড় থ্রী পিচের দোকান গুলোতে গিয়ে দেখা যায় ক্রেতাদের অনেক ভীড়। তাদের মধ্যে নিমণ মধ্যবিত্তরা বেশি। কয়েকজন ক্রেতা জানায়, আমাদের মত গরিব মানুষেরা তো আর সমত্মানদের রেডিমেট দামী পোশাক কিনে দিতে পারি না। তাই ঈদের দিনে সন্তানরা যেন খুশি থাকে। সেজন্য গজ হিসেবে সিট কাপড় কিনে তাদের জামা বানিয়ে দিচ্ছি। তারা জানায়, এবারের কাপড়ের দাম বেশি ও মুজুরিও বেড়েছে। উপজেলার শাপলা টেইলার্সের মালিক ভবেশ রায় জানান যে, কাজের চাপ বেড়ে যাওয়ায় ২০ রোজার পর থেকে আর কোন অর্ডার নিতে পারছি না। কারণ কাপড়গুলো যাতে ঠিকমত ঈদের আগে ডেলিভারী দেওয়া যায় আর এমনিতে চাহিদা বেড়ে যাওয়ায় কারিগরদের মুজুরিও বেড়ে গেছে।

Spread the love