শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাহারোলে নেরিকা জাতের ধান কর্তন

দিনাজপুর প্রতিনিধি : ধান চাষে পানির ব্যবহার কমানোর লক্ষ্যে মাননীয় কৃষি মন্ত্রীর প্রচেষ্টায় দেশব্যাপী নেরিকা জাত সম্প্রসারনে গত আউশ মৌসুমে কাহারোল উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাসে নেরিকা ধানের বীজ সরবরাহ করা হয়।

গত বুধবার কাহারোল উপজেলায় উক্ত নেরিকা (মিউট্যান্ট) জাতের শস্য কর্তন করা হয়। রায়পুর গ্রামের কৃষক মোঃ আব্দুল রহিম এর জমিতে শস্য কর্তনে উপস্থিত ছিলেন, আব্দুল হান্নান, উপ-পরিচালন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর, সত্যব্রত সাহা, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ও মামুনুর রহমান উপজেলা কৃষি অফিসার কাহারোল, দিনাজপুর। শস্য কর্তনে উপস্থিত কৃষকগণ ‘‘নেরিকা জাতের’’ ফলনে আকৃষ্ট হন ও ভবিষ্যতে চাষ করার জন্য উদ্ধৃত্ত হন। শস্য কর্তনে হেক্টর প্রতি ২.৬ মেঃ টন ধান ফলন পাওয়া যায়।

Spread the love