শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাহারোলে প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

কাহারোল (দিনাজপুর) থেকে সুকুমার রায়ঃ দিনাজপুরের কাহারোলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৯৪তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস প্রতিবছরের ন্যায় এবারেও যথাযথ মর্যাদায় কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় দিবসটি পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী সহকারে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্মৃতি সৌধ গিয়ে এক শিশু সমাবেশের মধ্য দিয়ে র‌্যালীটি শেষ হয়। র‌্যালীতে কাহারোল মহিলা ডিগ্রী কলেজ, কাহারোল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রামচন্দ্রপুর পাইলট উচ্চ বিদ্যালয়, রামচন্দ্রপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, প্রভাতী কিন্ডার গার্ডেন, চাইল্ড কেয়ার হোম, শিশু নিকেতন, সেঞ্চুরী কিন্ডার গার্ডেন, এলিয় কিন্ডার গার্ডেন, সবুজ কিন্ডার গার্ডেন সহ অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করে। শিশু সমাবেশে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ এবং বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ে শিশুদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক প্রধান, প্রধান শিক্ষিকা এদিব খালেদা হানুম, কাহারোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোছাঃ আনজুমান আরা বেগম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শিশু সমাবেশ শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর ছেলে বেলা হৃদয় জুড়ে বঙ্গবন্ধু এবং জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও আদর্শকে থিম হিসেবে ব্যবহার করে শিশুদের মধ্যে এক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Spread the love