শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোলে বাংলাদেশ কৃষক সমিতি কাহারোল উপজেলার সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : ফসলের লাভজনক দাম ও পল্লী বিদ্যুতের দুর্নীতি, অনিয়ম ও হয়রানীর শ্লোগানকে সামনে রেখে  গতকাল রোববার বাংলাদেশ কৃষক সমিতি কাহারোল উপজেলার সম্মেলন কাহারোল উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।  উক্ত সম্মেলন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা কৃষক সমিতির সভাপতি  বদিউজ্জামান বাদল। উপজেলা কমিটির আহবায়ক নির্মল চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি  জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক দয়ারাম রায়,  জেলা ক্ষেতমজুর নেতা যোগেশ চন্দ্র রায়, কৃষক নেতা কামরুজ্জামান মাষ্টার, মিজানুর রহমান, আব্দুল কুদ্দুস, সুরেন চন্দ্র রায়, বিরেন চন্দ্র রায়, ফাতেমা খাতুন।

বক্তারা বলেন যে ৬৮ হাজার গ্রাম বাংলার প্রাণ হচ্ছে কৃষক। জাতীয় ক্ষেত্রে এই কৃষকদের অবদান অনেক বেশী। অথচ এই কৃষকরাই আজ বঞ্চিত ও অবহেলিত একদিকে উৎপাদন খরচ বেশী হওয়ায় ফসলের লাভজনক দাম নেই  অপরদিকে পল্লী বিদ্যুতের দূর্নীতি-হয়রানী অনিয়মের বেড়াজালে কৃষকরা সর্বশান্ত। কোন সরকার কৃষকদের ফসলের লাভজনক দাম দেয় নাই। তাই কৃষকদের অস্তিত্ব আজ হুমহির মুখে। কৃষকরা ঋণগ্রস্থ হয়ে ভূমিহীন কৃষক ও ক্ষেতমজুরে পরিণত হচ্ছে। তাই ফসলের লাভজনক দামের জন্য প্রতিটি ইউনিয়নে সরকারী উদ্যোগে ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে। আর সে জন্য কৃষক সমিতি আহবান জানাচ্ছে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তোলার জন্য। সম্মেলন শেষে মিজানুর রহমানকে সভাপতি ও নির্মল চন্দ্র রায়কে সাধারন সম্পদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ কৃষক সমিতি কাহারোল উপজেলা কমিটি গঠন করা হয়।

Spread the love