শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাহারোলে বালিকা ও যুব নারীদের প্রতি সহিংসতা ও শিশু বিবাহ প্রতিরোধে বাৎসরিক কনভেনশন ২০১৪ অনুষ্ঠিত

Kharolকাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং এসইউপিকে, প্ল্যান ইন্টারন্যাশলান বাংলাদেশ পাটনারশীপ ‘‘গার্ল পাওয়ার’’ প্রকল্পের সহযোগিতায় বালিকা ও যুব নারীদের প্রতি সহিংসতা ও শিশু বিবাহ প্রতিরোধে বাৎসরিক কনভেনশন ২০১৪ইং অনুষ্ঠিত। উক্ত কনভেনশনে এস,ইউ,পি,কে এর নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আবু সাঈদ, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ মোসাবেবরম্নল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, কাহারোল বালিকা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোছাঃ আনজুমান আরা বেগম, প্রধান শিক্ষক আবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল হক প্রধান, কাহারোল রিপোর্টার ইউনিটের সভাপতি সুকুমার রায়, যুব নারী ফোরামের সম্পাদক আয়শা আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এনজিও এস,ইউ,পি,কে এর কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ মিরাজ উদ্দীন তালুকদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন, এস,ইউ,পি,কে এর টেকনিক্যাল অফিসার আরিফ ইফতিখার। আলোচনা সভা শেষে উপস্থিত ‘‘গার্ল পাওয়ার’’ এর সদস্যাদের নিয়ে খোলামেলা ভাবে নারী নির্যাতন প্রতিরোধ কিভাবে করা যাবে সেই ব্যাপারে এক মুক্ত আলোচনা করা হয়। মুক্ত আলোচনা শেষে বালিকা ও যুব নারীদের প্রতি সহিংসতা ও শিশু বিবাহের উপর পত্রিকায় লিখনির মাধ্যমে অবদান রাখার জন্য ৩ সাংবাদিককে সম্মাননা হিসেবে ক্রেষ্ট প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম ফয়সাল। সাংবাদিকগণ হলেন, সুকুমার রায়, মোঃ আব্দুল্লাহ ও মোঃ রশিদুল ইসলাম।

Spread the love