বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোলে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩৮,৪০০ টাকা আদায় ও ১১ জনকে বিভিন্ন অপরাধে কারাদন্ড

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮ মাসে ৩৮ হাজার ৪ শ টাকা জরিমানা আদায় ও ১১ জনকে বিভিন্ন অপরাধের দায়ে কারাদন্ড প্রদান করা হয়েছে।

দিনাজপুরের কাহারোল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রবিউল ফয়সাল এই প্রতিনিধিকে জানান, গত নভেম্বর/১৩ইং থেকে ৩০ জুন/১৪ইং তারিখ পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নে বিভিন্ন অপরাধে এবং হাট-বাজারে দোকান গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩৮ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় ও ১১ জনকে বিভিন্ন অপরাধে কারাদন্ড প্রদান করা হয়েছে। জানা যায়, প্রকাশ্যে জুয়া খেলায় দায়ে জরিমানা আদায়, ধুমপান ও তামাক নিয়ন্ত্রন আইন জরিমানা আদায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে জরিমানা আদায়, অত্যাবশকীয়পূর্ণ নিয়ন্ত্র আইনে জরিমানা আদায়, শিশু খাদ্য অধ্যাদেশ আইনে জরিমানা আদায় এবং প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৪ জনকে সশ্রম কারাদন্ড, বাল্য বিবাহ নিরোধ আইনে ৩ জনকে কারাদন্ড, ইভটিজিংয়ের দায়ে ২ জনকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২ জনকে সশ্রম কারাদন্ড প্রদান করেছেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করার ফলে বর্তমানে এসব কর্মকান্ড আগের তুলনায় কম পরিলক্ষিত হচ্ছে। মোহাম্মদ রবিউল ফয়সাল অত্র কাহারোল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করার পর থেকে অদ্যাবদি নিয়মিত অফিসিয়াল কাজের পাশাপাশি প্রতিদিন ৬ টি ইউনিয়নে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসতে দেখা যাচ্ছে।

Spread the love