শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক ব্যক্তির ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান

সুকুমার রায়,কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল গত ১০ অক্টোবর/১৫ রাত ৮ ঘটিকার সময় তার সহধর্মিনী সহ উপজেলার তাঁর বাস ভবনের বাইরে পায়চারী করার সময় বাস ভবনের পানির পাম্পের নিকট এক লোককে দেখা পেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাক দিলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে, তখন আশপাশের লোক তাকে ধাওয়া করে আটক করে এবং থানা পুলিশের হেফাজতে দেয়া হয়। চোরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ২নং রসুলপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃত বিমল চন্দ্র রায় এর পুত্র সেগেন চন্দ্র রায় (২৫)। কিছুদিন আগেও সে নাকি ইউএনও সাহেবের বাসা থেকে পানির পাম্পের পাইপ চুরি করে নিয়ে যায়। এব্যাপারে তাৎক্ষনিক ভাবে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ডবিধি ১৮৬০ এর ৩৫৬ ধারা মোতাবেক ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।

Spread the love