শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাহারোলে সাবেক ইউপি চেয়ারম্যান ধীরেন্দ্রনাথ রায়ের মৃত্যুতে! বিভিন্ন মহলের শোক।

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোল উপজেলার এককালের বর্ষীয়ান সাবেক ইউপি চেয়ারম্যান ধীরেন্দ্র নাথ রায় মৃত্যুবরন করেছেন।

দিনাজপুরের কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ধীরেন্দ্র নাথ রায়(৭৬) গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিজ গ্রামের বাড়ী বনড়াতে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করে পরোলোকে গমন করেন। মৃত্যুকালে ১ স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা, নাতী-নাতনী সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। তার মরদেহ কাহারোল রামচন্দ্রপুর উপজেলা কেন্দ্রীয় মহা-শ্বশান ঘাটে দ্বাহ হয়। সাবেক ইউপি চেয়ারম্যান ধীরেন্দ্র নাথ রায়ের মৃত্যুতে শোকসপ্ত পরিবারের প্রতি পৃথক পৃথক শোক ও গভীর সমবেদনা জানিয়েছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, ২নং রসুলপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম (বোল্ডার), বিএনপির সভাপতি ও বীর মুক্তি যোদ্ধা সাবেক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোপেশ চন্দ্র রায়, বর্তমান উপজেলা চেয়ারম্যান, সাবেক সংসদ্য, বীরমুক্তি যোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক সরকার, জেলা বিএনপির বৃক্ষ রোপন বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ফারুক, সধারন সম্পাদক ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ হাফিজুল ইসলাম চৌধুরী, কাহারোল প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ, সাধারন সম্পাদক এম,এ আব্দুল জলিল শাহ, কাহারোল রিপোর্টাস ইউনিটের সভাপতি সুকুমার রায় ও সাধারন সম্পাদক ইব্রাহীম খলিল (সোহাগ) সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন সমূহ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

Spread the love