শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাহারোল উপজেলার জয়নন্দ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়িয়ে যাওয়া দোকানগুলি পরিদর্শন করেন-এমপি গোপাল।

Mp Gopalকাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে জয়নন্দের বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩২ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। যার আনুমানিক ক্ষতির পরিমান ২কোটি টাকা। এ সময় লুট হয়েছে আরও ৭ টি দোকান। অগ্নিকান্ডে ভষ্মিভূত ২৮টি দোকানের মধ্যে কাপরের দোকান, জুতার দোকান, টেইলার্স,  লন্ড্রি, বীজ ভান্ডার, গ্যাস লাইটের দোকান এবং চায়ের হোটেল। লুট হওয়া ৭টি দোকানের মধ্যে ৪টি কাপরের দোকান ও ৩টি এ্যালুমোনিয়ামের দোকান। অগ্নিকান্ডের কারন জানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গতকাল ২৫এপ্রিল শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে কাহারোল উপজেলার জয়নন্দ বাজারে সরকারী টিনসেট মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ৩টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করলেও দোকান গুলিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তবে, ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমের কারনে পার্শ্ববর্তী বেশ কিছু দোকান অগ্নিকান্ড হতে রক্ষা পায়। গত ২৬এপ্রিল শনিবার বিকাল ৫টায় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল আগুনে পুরিয়ে যাওয়া ঘটনাস্থল পরির্দশন করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্থদের সরকারী ভাবে সাহায্য দানের আশ্বাস প্রদান করেন।

 

 

 

Spread the love