শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কাহারোল উপজেলা পরিষদ নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠেছে

Kharulকাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদের নির্বাচনী প্রচার-প্রচারনা জরে-সরে শুরু হয়েছে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে প্রার্থীরা ততই প্রচারণার মাত্রা বাড়িয়ে দিচ্ছে। চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছে। ভোটাররাও সৎ ও যোগ্য প্রার্থী বাছাই শুরু করেছেন। উপজেলার গ্রাম-গঞ্জ হাট বাজার, চায়ের দোকান সর্বত্রই এখন নির্বাচনী আমেজ। সরগরম সমগ্র উপজেলা। পোষ্টার আর ব্যানারে ছেয়ে গেচে সমগ্র উপজেলা। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলছে প্রচারণা। প্রার্থীদের প্রচারনা ও মাইকিংয়ে মুখরিত গ্রামীন জনপদ। গ্রামীণ জনপদের সাধারন মানুষের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ। কাহারোল উপজেলায় চেয়ারম্যান পদের-৪জন, ভাইস-চেয়ারম্যান-৫জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে-৫জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। চেয়ারম্যান পদে বিএনপি’র ১জন ও আ’লীগের ৩জন। বিএনপি’র প্রার্থী মোঃ মামুনুর রশীদ চৌধুরী (মামুন) দলীয় ভাবে একক প্রার্থী হওয়ায় দলের নেতাকর্মীরা সকলে কাজ করে যাচ্ছে। অপরদিকে আ’লীগের জেলা কমিটি বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেক সরকারকে দলীয় ভাবে ঘোষনা করলেও অপর আ’লীগ প্রার্থী জেলা কৃষকলীগের সহ-সভাপতি ও অবসর প্রাপ্ত শিক্ষক বাবু গোপেশ চন্দ্র রায়ের পক্ষে উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছে। সাধারন ভোটাররা মনে করছেন এবারে ত্রিমুখী লড়াই হবে উপজেলা চেয়ারম্যান পদে। প্রার্থী আব্দুল মালেক সরকার (আ’লীগ) মটর সাইকেল মার্কা, বাবু গোপেশ চন্দ্র রায় (আ’লীগ) আনারস মার্কা, মোঃ মামুনুর রশীদ চৌধুরী মামুন (বিএনপি) ঘোড়া মার্কা ও মোঃ শরীফ উদ্দীন আহম্মেদ (আ’লীগ) দোয়াত কলম মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। চেয়ারম্যানদের পাশাপাশি ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরাও প্রচারণায় বসে নাই।

Spread the love