শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাহারোল উপজেলা প্রশাসনের বিশেষ ব্যবস্থায় ধান কাটতে গেলে ২শতাধিক শ্রমিক

সুকুমার রায়,কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও কৃষি সম্প্রসারনের উদ্যোগে এবং কাহারোল থানার সহযোগিতায় গত শুক্রবার ও শনিবার এই দুই দিনে স্বাস্থ্য বিধি মেনে ৩টি নাইট কোস গাজীপুর, কাপাশিয়, টাংঙ্গাইল ও নওগাঁয় দুই শতাধিক শ্রমিক প্রেরণ করা হয়েছে। মহামারি করোনা রোধে সরকার ঘোধিত কঠোর লকডাউনে সব ধরনের যাত্রী পরিবহন বন্ধ থাকায় বিশেষ ব্যবস্থাপনায় ধান কাটা শ্রমিক পাঠাতে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। সকল শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদেরকে করোনা মুক্ত প্রত্যয়ন দেওয়া হয়েছে। এছাড়া শ্রমকিদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক প্রদান করা হয়েছে। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আবু জাফর মোঃ সাদেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম, সমাজ সেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচী প্রমুখ।

Spread the love