শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে অবহিতকরন সভা অনুষ্ঠিত

সুকুমার রায়, কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা ॥ দিনাজপুরের কাহারোলে জলাতঙ্ক নির্মূলে ব্যাপক হারে কুকুরের টিকাদান-এমডিভি (২য় রাউন্ড) কার্যক্রম ২০২১ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত। গত সোমবার দুপুর ১২টায় কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী ঢাকা এর বাস্তবায়নে এ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ৩নং মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান একেএম ফারুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার ও ভাইস চেয়ারম্যান ঈদয় চন্দ্র রায়,উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী,এমডিভি এক্সপার্ট ডাঃ সৈয়দ মাহ্্মুদুল্লা, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলী সহ এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিক বৃন্দ। ডাঃ সৈয়দ মাহ্্মুদুল্লা তার বক্তব্যে বলেন ২০২২ সালের মধ্যে বাংলাদেশকে জলাতঙ্ক মুক্ত করার লক্ষ্যে ২০১০ইং সাল থেকে স্বাস্থ্য মন্ত্রনালয়, স্থানীয় সরকার মন্ত্রনালয় এবং প্রানি সম্পদ মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে জাতীয় জলাতঙ্ক নিয়ন্ত্রণ এবং নির্মূল কর্মসূচী বাস্তবায়ন চলছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম জানান, জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে ৫মে থেকে ৯মে পর্যন্ত কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে ভবঘুড়ে এবং গৃহপালিত কুকুরকে টিকা দেওয়া হইবে।

Spread the love