মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কিছুদিনের মধ্যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে

বিএRijviনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কিছুদিনের মধ্যে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামবে।
এই কর্মসূচিগুলো হবে গণতন্ত্র স্বীকৃত, আইনসঙ্গত এবং শান্তিপূর্ণ।

শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা শহরের সরদারপাড়ায় তার নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার সময় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির আন্দোলনের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ক্রমাগতভাবে কন্ঠরোধ করে চলেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। গণতন্ত্রে বিরোধী দলের যে অধিকার সেটিকে তারা ভয়াবহভাবে দমন করেছে। বিরোধী দলের অধিকার হরণ করেছে। আন্দোলনের বিভিন্ন কর্মসূচির উপর গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে।

তিনি আরো বলেন, এখন সরকারের আচরণের ওপর নির্ভর করবে বিএনপির এই আন্দোলনের পরবর্তী রূপরেখা। আন্দোলনের কর্মসূচি কি রকম হবে এবং কতটুকু তীব্র থেকে তীব্রতর হবে তা নির্ভর করছে সরকারের উপর।

এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- আবু বকর সিদ্দিক, হাসিবুর রহমান হাসিব, মোস্তাফিজার রহমান প্রমুখ।

রুহুল কবির রিজভী আহমেদ ঈদের দিন মঙ্গলবার মধ্যরাতে ঢাকা থেকে সস্ত্রীক নিজ জেলা কুড়িগ্রামে এসেছিলেন।
 

Spread the love