বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ইএসডিও’র উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন

ডেস্ক নিউজ : ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত ম্যাক্স ফাউন্ডেশন, দ্য নেদারল্যান্ড এর আর্থিক সহায়তায় ম্যাক্স ভ্যালু ফর ওয়াশ ইন আরবান স্লাম প্রজেক্ট গত জুন’ ২০১৫ ইং হতে কুড়িগ্রাম পৌরসভার ৯ টি ওয়ার্ডের ২২ টি বস্তিতে বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর ২০১৫ ইং তারিখে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে কুড়িগ্রাম জেলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৫ ও বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপিত হয়। জাতীয় স্যানিটেশন মাস, অক্টোবর-২০১৫ উদ্যাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আকতার হোসেন আজাদ এর নের্তৃত্বে র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে কুড়িগ্রাম স্টেডিয়াম মোড় হয়ে জর্জ কোর্ট হয়ে প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আকতার হোসেন আজাদ, নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আনোয়ার হোসেন তালুকদার জনন্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপ সহকারী প্রকৌশলী মোঃ কলিমউদ্দীন জনন্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ,কুড়িগ্রাম। এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইএসডিও, ব্র্যাক, টেরে ডেস্ হোমস্, প্রুফস ও ফ্রেন্ডশীপ সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, কুড়িগ্রাম সরকারী বালক উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Spread the love