শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামে বন্যা সহিষ্ণু বিনা-১১ জাতের ধান চাষে প্রশিক্ষণ ও বীজ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে বন্যার্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ পরমাণু ধান গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত বন্যা সহিষ্ণু বিনা ধান-১১ উৎপাদন প্রযুক্তি কলাকৌশল-নিয়ে কৃষক প্রশিক্ষণ ও বীজ সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একেএম জাকির হোসেন। বিনার রংপুর উপকেন্দ্র আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। আলোচনায় অংশ নেন রংপুর বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলী, কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক শামসুদ্দিন মিয়া, সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো: জাকির হোসেন। প্রশিক্ষণে অংশগ্রহনকারী বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে বিনা-১১ জাতের ধান বীজ সহায়তা প্রদান করা হয়।

Spread the love