শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কূটনৈতিক পরিকল্পনা নিয়ে ওবামাকে পুতিনের ফোন

obam-putinইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনা করতে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

এদিকে তিনি ইউক্রেনের ব্যাপারে জাতিসংঘকে জোর দিয়ে বলেছেন যে, ‘ মস্কোর আর কোন সামরিক পদক্ষেপের ইচ্ছা নেই।’ হোয়াইট হাউস জানায়, এ সপ্তাহের গোড়ার দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের কাছে একটি প্রস্তাব দেয়ার পর পুতিন ওবামাকে এ টেলিফোন করেন। হোয়াইট হাউস মুখপাত্র জে কার্নি বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা এ ব্যাপারে রাশিয়াকে সুনির্দিষ্ট একটি লিখিত প্রসত্মাব দেয়ার পরামর্শ দিয়েছেন।’ ‘পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা’ করতে কেরি ও লাভরভ মিলিত হবেন এমন বিষয়ে ওবামা ও পুতিন সম্মত হয়েছেন।’ ক্রিমিয়া নিয়ে রাশিয়ার সাথে আলোচনার ক্ষেত্রে মার্কিন প্রস্তাবের ব্যাপারে বিস্তারিত কিছু উলে­খ করা না হলেও হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ওবামা কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা চালাতে তার সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেন। বিবৃতিতে বলা হয়, ওবামা স্পষ্ট ভাষায় বলেন, রাশিয়া তাদের সৈন্য ফিরিয়ে নিলে এবং তারা আর ইউক্রেনের ভূখন্ডগত অখন্ডতা ও সার্বভৌমত্ব লংঘন না করলেই কেবলমাত্র এটা সম্ভব। পরে একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা বলেন, সম্ভাব্য সমাধানের ব্যাপারে আগের আলোচনায় আন্তর্জাতিক পরিদর্শক মোতায়েন, রাশিয়ার সৈন্য প্রত্যাহার এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি সংলাপের মতো বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছিল। ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অন্তর্ভুক্ত করায় ইউরোপের মানচিত্র বদলে গেছে এবং পূর্ব-পশ্চিম স্নায়ুযুদ্ধকে আবারো উস্কে দিয়েছে। এদিকে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বলেন, পুতিন তাকে আশ্বস্ত করেছেন যে, এ অঞ্চলে রাশিয়ার আর কোন সামরিক পদক্ষেপের পরিকল্পনা নেই। বান বলেন, পুতিন তাকে বলেছেন, ক্রিমিয়ার ব্যাপারে ‘তার সামরিক পদক্ষেপ গ্রহণের আর কোন ইচ্ছা নেই।’

Spread the love