বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষি মাঠে খানসামার ইউএনও

মোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় খরিপ ২ মৌসুমে বাস্তবায়িত অর্গানিক পদ্ধতিতে বিষ মুক্ত করলা উৎপাদনের লক্ষে বৃহস্পতিবার (২১ জুলাই) উপজেলার জমিদার নগরে প্লট পরিদর্শন ও পরামর্শ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় করলা চাষিদের বিষ মুক্ত করলা উৎপাদনের জন্য বিভিন্ন পরামর্শ দেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এজামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা প্রমূখ।
প্লট পরির্শনকালে কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেবুর রহমানকে কাছে পেয়ে এবং তার কাছ থেকে কৃষি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে ব্যাপক খুশি হন ।
উল্লেখ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেবুর রহমান ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র।

Spread the love