মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোম্পানিতে রূপান্তর প্রক্রিয়া বন্ধের দাবীতে বিক্ষোভ

রাইসুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর)

দিনাজপুরের পার্বতীপুরে পিডিবিকে কোম্পানিতে রূপান্তর প্রক্রিয়া বন্ধের দাবীতে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভকারী “কোম্পানীর দালালরা হুশিয়ার সাবধান” দালালদের চামড়া তুলো নিবো আমরা” এক দফা এক দাবী নসরুল হামিদ কবে যাবি ? “জয় বাংলা জয় বঙ্গবন্ধু” ইত্যাদি ¯ে¬াগান দিতে দিতে তিন তলা প্রশাসনিক ভবনের বিভিন্ন ফ্লোর ও তাপবিদ্যুৎ কেন্দ্র চত্বর প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে বেলা ১২ টায় প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ শাখার আহবায়ক এসএম ওয়াজেদ আলী। সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক জিললুর রহমান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, সিবিএ নেতা হাবিব হাসান, শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণপদ মন্ডল, শাহিনুর আলম ও জাহাঙ্গীর আলম সরদার। বক্তারা পিডিবিকে কোম্পানীতে পরিনত করার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করার দাবী জানান। অন্যথায়, কঠোর কর্মসূচি গ্রহণের মাধ্যমে সরকারকে সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করা হবে বলে হুশিয়ারী উচ্চারন করা হয়। এর আগে গত বুধবার কেন্দ্রীয় ঐক্য পরিষদ সরকারী সিদ্ধান্ত বাতিলের দাবীতে ৭ দিনের লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষনা করেন। কর্মসূচির মধ্যে ১৭ আগষ্ট গণসংযোগ, ১৮ আগষ্ট বিক্ষোভ ও সমাবেশ, ২১ আগষ্ট আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার উপর ভয়াবহ গ্রেনেড হামলা বিষয়ে আলোচনা সভা এবং ২২ আগষ্ট ২ ঘন্টা, ২৩ আগষ্ট ৩ ঘন্টা ও ২৪ আগষ্ট ৪ ঘন্টার কর্মবিরতি পালন করা হবে।

Spread the love