বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেট ছাড়ার কথা অস্বীকার সাকিবের

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ক্রিকেট না খেলার হুমকির কথা অস্বীকার করেছেন সাকিব আল হাসান। আজ বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আত্মপক্ষ সমর্থন করে সাকিব বলেন, দেশের হয়ে আরও অন্ততত ১০ বছর খেলতে চান তিনি। তার বিরুদ্ধে 31124_sakibওঠা অভিযোগ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে সাকিব বলেন,  দুই পক্ষের কথা শুনেই যে কোন বিষয়ে মন্তব্য করা উচিত। আমি কখনোই বিতর্কে আসতে চাই না। আমি চাই ক্রিকেট খেলতে। এটা আমার প্যাশন। ক্রিকেট না খেলাটা আমার জন্য খুবই কষ্টকর বিষয়। খেলাটিকে আমি খুবই পছন্দ করি। দেশাত্মবোধ সম্পর্কে জানতে চাইলে সাকিব বলেন, আপনারা আমার টিমমেটদের জিজ্ঞেস করতে পারেন এ ব্যাপারে। এই তো ভারতের বিপক্ষে সিরিজের আগেই আইপিএল জিতে এসে ওদের বলেছিলাম দেশের হয়ে একটা ম্যাচ জেতাতে যে আনন্দ, সেই আনন্দ কি আর আইপিএল জয়ে আছে? সবশেষে তাঁর আশাবাদ,  দেশে ফিরেছি। আশা করছি সব ভুল বোঝাবুঝির অবসান হবে।’
সাকিবের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, বিসিবির অনাপত্তিপত্র না নিয়েই সিপিএল খেলতে গেছেন সাকিব। সিপিএল খেলতে দেশ ছাড়ার আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে টেলিফোনে উত্তপ্ত বাক্যবিনিময় এবং বাংলাদেশের হয়ে টেস্ট-ওয়ানডে না খেলার হুমকির দেন সাকিব। বিষয়টি কোচ বোর্ডকে ই-মেইলে জানালেও শুধু সেটির ওপর নির্ভর করেই কিছু বলতে চান না বিসিবি সভাপতি নাজমুল হাসান। এ ব্যাপারে সিদ্ধান্তু নেয়ার আগে হাথুরুসিংহে-সাকিব দুজনের সঙ্গেই কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।

Spread the love