শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খানসামার আত্রাই নদীতে ভসেে এলো ৫টি লাশ

মো. আজজিার রহমান, দনিাজপুর প্রতনিধি:ি পঞ্চগড়রে বোদা উপজলোয় করতোয়া নদীতে নৌকা ডুবতিে বাড়ছে লাশরে মছিলি।
গত রোববার (২৫ সপ্টেম্বরে) দুপুর আড়াইটার সময় মাড়য়ো বামনহাট ইউনয়িনরে আউলয়িা ঘাটে এ র্দুঘটনা ঘট।ে
দনিাজপুররে খানসামা উপজলোর আত্রাই নদী থকেে চার নারী ও এক শশিুর লাশ উদ্ধার করছেে ফায়ার র্সাভসি ও সভিলি ডফিন্সেরে সদস্যরা।

সোমবার (২৬ সপ্টেম্বের) সকাল থকেে দুপুর র্পযন্ত উপজলোর আত্রাই নদীর বাসুলী চয়োরম্যান পাড়া, জয়ন্তীয়া ঘাট ও ঘাটপার থকেে এসব লাশ উদ্ধার হয়।

লাশ উদ্ধারে কাজ করছে ফায়ার র্সাভসি, থানা পুলশি ও স্থানীয় স্বচ্ছোসবেকগণ।

উদ্ধারকৃত পাঁচজন হলনে, পঞ্চগড়রে আটোয়ারী উপজলোর শক্তপিদ রায়রে স্ত্রী র্ঝণা বালা রায় (৫২), বোদা উপজলোর সহনি রায়রে স্ত্রী সুমত্রিা রাণী, বমিল চন্দ্র রায়রে ছলেে র্সূয রায়, ঠাকুরগাঁও সদররে অনন্ত রায়রে স্ত্রী পুষ্পারাণী (৫২) ও অন্য একজন নারীর পরচিয় এখনও শনাক্ত হয়ন।ি তবে ঐ এলাকার বাসন্দিা বলে ধারণা করা হচ্ছ।ে

জানা যায়, পঞ্চগড়রে করতোয়া নদীতে রববিার নৌকা ডুবতিে নহিতরে ঘটনায় এসব লাশ উদ্ধার করা হয়ছে।ে

বষিয়টি নশ্চিতি করছেনে, খানসামা ফায়ার র্সাভসি ও সভিলি ডফিন্সেরে ভারপ্রাপ্ত স্টশেন অফসিার মমতাজ ইসলাম।

খানসামা থানার অফসিার ইনর্চাজ (ওস)ি চত্তিরঞ্জন রায় বলনে, উদ্ধারকৃত পাঁচজনরে মধ্যে চারজনরে পরচিয় হওয়া নশ্চিতি হওয়া গছে।ে তাদরে লাশ পরবিাররে কাছে হস্তান্তর করা হয়ছে।ে বাকি একজন নারীর লাশ শনাক্ত করতে সংশ্লষ্টি থানায় যোগাযোগ করা হচ্ছ।ে

উল্লখ্যে, খানসামা থকেে নদী পথে বোদা উপজলোর দূরত্ব প্রায় ৩৫ কলিোমটিার।

Spread the love