শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খানসামায় আগাম জাতের আলু বপন শুরু

মোহাম্মদ সাকিব চৌধুরী,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলা বিভিন্ন স্থানে আগাম জাতের আলুর বীজ বপনের কাজ পুরোদমে শুরু হয়েছে। বর্ষা মৌসুম শেষে ও রবি মৌসুমের শুরুতে আগাম উৎপাদনশীল জাতের আলুর বীজ বপন শুরু করেছে চাষিরা। বিভিন্ন স্থানে অধিকাংশ জমি উঁচু আর আগাম জাতের ধান কাটার পর শীতের মৌসুম আসার আগেই এসব জমিতে চাষিরা আগাম ফলনশীল জাতের গ্রানুলা আলুর বীজ বপন করছে। খানসামার বেশকিছু এলাকা ঘুরে দেখা গেছে, রবি মৌসুমের শুরুতে গ্রানুলা ও ৬০ দিনে ফলন ঘরে তোলা যায় এমন আলুর বীজ বপন করছে। এলাকার আবু ছাঈদ, রবিউল,সোহরাব, সামসুল, রব্বানী সহ অনেক কৃষক এসব আলু চাষে বীজ বপন অব্যাহত রেখেছে। তবে ভাল বীজ সংকটে পড়েছে অনেক কৃষক।কৃষকরা জানায়, এ বছর একর প্রতি জমিতে আলুর বীজ লাগাতে হাল চাষ, রাসায়নিক সার, মজুরী, বীজ ও গোবর সার ক্রয় করতে খরচ হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা।

Spread the love