শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খানসামায় কয়েলের আগুনে পুড়েছে কৃষকের টাকা

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার পল­ীতে মশা তাড়ানোর কয়েলের আগুনে সফিকুল ইসলাম নামে এক কৃষকের ৫১ হাজার ৬০০ টাকা পুড়ে গেছে।

জানা গেছে, গত ১১ জুন দিবাগত রাতে উপজেলার ভেড়ভেড়ার পারপাড়া গ্রামে মো. সফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। ওইদিন দিবাগত রাতে সফিকুল ইসলাম তার শয়নকক্ষের বিছানার পাশে মশা তাড়ানোর কয়েল জ্বালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক মূর্হুতে ওই কয়েলের আগুন তার বিছানার তোষকে লেগে যায়। রমজানের সেহরী খাওয়ার জন্য ঘুম থেকে উঠে তিনি তার বিছানায় আগুন লেগেছে দেখতে পান। ওই আগুনে তার বিছানার তোষকের কিয়দংশ পুড়ে যায় এবং তোষকের নিচে রাখা ৫১ হাজার ৬০০ টাকার বিভিন্ন নোটের কিয়দংশ আগুনে পুড়ে যায়। এসব টাকা তিনি বাজারে নিয়ে গিয়ে খরচাদি করতে গেলে ব্যবসায়ীরা  তা নিতে অস্বীকৃতি জানায়। এতে তিনি হতবিহবল হয়ে পড়েন। এত টাকা যদি বাজারে আমি চালাতে না পারি তাহলে আমি কি নিয়ে বাঁচব। ওই টাকা পুড়ে যাওয়ায় দরিদ্র কৃষক মহাবিপাকে পড়ে গেছেন। নিরুপায় হয়ে এ ঘটনায়  কৃষক সফিকুল ইসলাম খানসামা থানায় গত ১৭ জুন একটি সাধারণ ডায়েরি (ডায়েরি নং ৫৩২) করেন।

Spread the love