শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খানসামায় বাল্যবিবাহ প্রতিরোধে বির্তক প্রতিযোগিতা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাঁড়ি ইউনিয়নের আলোকঝাঁড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে গত ১৩ মার্চ বৃহস্পতিবার আইনের সঠিক বাস্তবায়নই পারে বাল্যবিবাহ প্রতিরোধ করতে এ প্রতিপাদ্যের ওপর এক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। । প্রতিপাদ্যের পক্ষে ধর্মপুর উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে আলোকঝাঁড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। বিচারক হিসেবে ছিলেন আলহাজ্ব জসিমউদ্দিন, মো. আব্দুর রাজ্জাক, মো. আবুল কাশেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব জসিমউদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোকছেদুল গণি রাববু শাহ। প্রতিযোগিতায় ধর্মপুর উচ্চ বিদ্যালয় বিজয়ী হয় এবং ৯ম শ্রেণির ছাত্রী দিপা রানী শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। এর আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ এবং সার্বিক সহযোগিতা করেন সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসইউপিকে) ও প­­­্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র পার্টনারশীপ প্রকল্পের বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্প। এ সময় সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসইউপিকে)’র কমিউনিটি ফ্যাসিলিটেটর মো. দেলোয়ার হোসেন এবং শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Spread the love