শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খানসামায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

আব্দুর রাজ্জাক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খানসামায় শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ, ৠালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

২৬ মার্চ বৃহস্পতিবার দিবসের প্রথম প্রহরে খানসামা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপির প েশহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিনুর আলমসহ ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ৷ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রভাষক মো. সাইফুল ইসলামর নেতৃ্ব েএকটি বিশাল ৠালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন৷ দিবসের দ্বিতীয় প্রহরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি ও সা. সম্পাদক৷ এর পরে সকাল ৮টা ৩০ মিনিটে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন, শান্ির প্রতীক পায়রা উড়িয়ে ও কুচকাওয়াজর মাধ্য েশুভ উদ্বোধন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার৷ এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল আযম চৌধুরী লায়ন, সহ সভাপতি প্রভাষক মো. সাইফুল ইসলাম, অফিসার্স ইনচার্জ বাবু কৃষ্ণ সরকার, বীরমুক্তিযোদ্ধা এ্যাড. মীর ইউসুফ আলী প্রমুখ৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান৷

 

Spread the love